সিলেটের ওসমানীনগরে সুপারি চুরির অভিযোগে সাদিকুর রহমান (১০) নামে এক শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকা দুজনকে বুধবার আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।
আটককৃতরা হলো- সিলেটের বিশ্বনাথ উপজেলার নিয়ামতপুর পশ্চিমপাড়া গ্রামের আসাদ আলীর ছেলে আব্দুর রহমান (২৭) ও উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের গেদাব আলীর ছেলে নাঈম আহমদ (২২)। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সন্ধ্যার দিকে সৈয়দ মান্দারকা গ্রামের আব্দুস সোবানের ছেলে আব্দুল কাইয়ুয়ের বাড়ির সুপারি গাছ থেকে সুপারি চুরির অভিযোগে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শিশু সাজিদুর রহমানকে আটক করে গৃহকর্তা। এ সময় শিশু সাজিদুরের হাত-পা রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়, একই সঙ্গে তার মাথা ন্যাড়া করে নির্যাতনকারীরা।
নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় দেশ-বিদেশে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি ওসমানীনগর থানা পুলিশের নজরে পড়লে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া শিশু নির্যাতনের ঘটনায় ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।