সিলেটে মাদরাসা শিক্ষক মাওলানা জুবায়ের আহমেদ খুনের ঘটনায় শ্যালকপুত্র (ভাতিজা) নয়ন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নগরীর আখালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘জুবায়ের হত্যার ঘটনায় বুধবার রাতেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। নিহত জুবায়ের আহমদের ছেলে বাদি হয়ে নয়নকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নয়নকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।’
গ্রেফতারকৃত নয়ন আহমদ নগরীর আখালিয়া বড়গুল এলাকার আল আমিনের ছেলে। নিহত মাওলানা জুবায়ের আহমদ একই এলাকার বাসিন্দা ও স্থানীয় ডা. তানজিনা আহমদ মাদরাসার সুপার।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, ‘বুধবার রাতে নিহত জুবায়ের আহমদের ছেলে বাদি হয়ে নয়নকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই তাকে গ্রেফতার করেছে।’ ওসি জানান, ‘নয়ন নিহত জুবায়ের আহমদের স্ত্রীর বড়ভাই আল আমিনের ছেলে। সে এলাকায় বখাটে হিসেবে পরিচিত ছিল। শাসন করায় ক্ষিপ্ত হয়ে নয়ন ছুরিকাঘাত করে তাকে খুন করেছে।’
প্রসঙ্গত, বখাটেপনা করার জন্য মাওলানা জুবায়ের আহমদ বিভিন্ন সময় শাসন করেন নয়নকে। এতে ক্ষিপ্ত হয়ে সে বুধবার সকালে মাদরাসায় যাওয়ার পথে ছুরিকাঘাত করে খুন করে।