সিলেট নগরের শাহপরান থানা এলাকায় সাজ্জাদ উদ্দিন সৌরভ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শাহপরানের দাসপাড়া চকগ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সৌরভ একই গ্রামের আব্দুল মালিকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় বাড়িতে সৌরভের মা ও বোন উপস্থিত ছিলেন।
দুপুরে হঠাৎ তারা দেখতে পান, গলায় ওড়না পেঁচিয়ে সৌরভ নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা সৌরভকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আহমদ। তিনি জানান, গলায় ওড়না পেঁচিয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি তারা শুনেছেন।
এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।