1. admin@sylhetbela24.com : admin :
October 16, 2025, 3:37 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সিলেটে রেললাইনে ব্যতিক্রমী কর্মসূচি

  • প্রকাশিতঃ বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
  • 18 বার সংবাদটি পড়া হয়েছে

সিলেটের প্রতি উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে এবং রেল যাতায়াতের সংস্কার ও উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শুইয়ে প্রতিবাদ কর্মসূচি যৌথভাবে পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ নামে সংগঠন।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, সিবিযুকসর সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিহাব, সিকসর উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল।

বক্তারা বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে সিলেটের প্রতি উন্নয়ন বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম, সিলেট-কক্সবাজার রেলপথে বিরতিহীন নতুন ট্রেন চালু, রেলপথকে ডাবল লাইনে উন্নীতকরণ, ট্রেনের মান উন্নয়ন দাবি জানাচ্ছি। একই সঙ্গে সিলেট-ছাতক রুটে পুনরায় ট্রেন চালু, যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন ও সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।’

এর আগে গত ২৩ সেপ্টেম্বর সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা, নতুন ট্রেন চালু ও রেলের মান উন্নয়নের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ ২৩ উপদেষ্টাকে জেলা প্রশাসকের মাদ্যমে স্মারকলিপি দিয়েছিল সংগঠনটি।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews