সুনামগঞ্জে ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় ও শেরওয়ানি জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।
সোমবার (৪ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, গতকাল (৩ আগস্ট) সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি কর্তৃক সুনামগঞ্জ সদর উপজেলা আওতাধীন সুরমা নদীর সাহেববাড়ী ঘাট নামক স্থানে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২৫৮ পিস ভারতীয় শাড়ী, ২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি জব্দ করা হয়।
যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।
অভিযানে সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামসহ ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ১৬ জন অংশগ্রহন করে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে।
আটককৃত নৌকাসহ ভারতীয় শাড়ী, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।