সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেচান ব্রিজের পাশে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ কুরমা ইউনিয়নের চেচার এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবু সালেক (২৯) অরফে সাদ্দাম আহমেদ। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের মৃত হাজী মকবুল মাস্টারের ছেলে।
আবু সালেক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন তার এলাকার বাসিন্দা রফিক মিয়া। তিনি জানান, আবু সালেক (সাদ্দাম আহমেদ) সিলেট থেকে লেখাপড়া করত। সে ছাতক বেড়াতে গিয়েছিল। ছাতক থেকে সুনামগঞ্জ বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সালেক।
খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গেছে। তার এই মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করা করেছে। তবে ঘাতক গাড়িটি শনাক্ত করা হয়নি।
গাড়িটি শনাক্ত করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।