সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ঝুলন্ত অবস্থায় তুষার মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিদ্যালয়ের দপ্তরি বসন্ত তালুকদার একটি শ্রেণিকক্ষে তুষারের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত তুষার মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাগবাড়ি গ্রামের রোকন মিয়ার কনিষ্ঠ ছেলে। সে গাছতলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তুষার কিছুদিন ধরেই মানসিকভাবে কিছুটা অস্থির ও হতাশাগ্রস্ত ছিল। তবে তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। মঙ্গলবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ের দপ্তরি বসন্ত তালুকদার একটি শ্রেণিকক্ষে তুষারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দ্রুত বিষয়টি শিক্ষক ও স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দিলে। পুলিশ লাশ উদ্ধার করে এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, ‘পরিবারের আবেদনের ভিত্তিতে এবং তাদের পক্ষ থেকে কারো প্রতি সন্দেহ না থাকায় উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’