1. admin@sylhetbela24.com : admin :
July 8, 2025, 3:35 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সুনামগঞ্জ মেডিকেল কলেজে প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা

  • প্রকাশিতঃ রবিবার, এপ্রিল ২০, ২০২৫
  • 24 বার সংবাদটি পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যায় মেডিকেল কলেজের প্রধান ফটকে এই সংবাদ সম্মেলন করে তারা। সংবাদ সম্মেলনে চতুর্থ বর্ষের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা ৫ মিনিট সময় চেয়েছিলাম। তারা সময় দেয়নি। আমাদের উপর লাটিচার্জ করা হয়। এই হামলার সঙ্গে জড়িত সেনা সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনিদিষ্ট রোড ম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। আমাদের এই দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনিদিষ্ট কালের জন্য শাটডাউন ঘোষণা করলাম।
একই বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, এখানে বেতন বৃদ্ধির জন্য দাড়াইনি। আমরা শিক্ষা অর্জন করে ভালো ডাক্তার হওয়ার জন্য দাড়িয়েছি। সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে। হাসপাতাল চালুর ব্যাপারে সরকার থেকে সুস্পষ্ট একটি রোড ম্যাপ চাই। আমরা একটি ন্যায্য দাবি নিয়ে দাড়ালাম। এজন্য আজকে লাঠিচার্জ করা হলো। এতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। এর পেছনে দায়ীদের ২৪ ঘন্টার ভেতরে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

শিক্ষার্থী হারুনুর রশিদ বলেন, গেল ১৫ তারিখ থেকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। ডিজি হেল্থসহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের কাছে গিয়েছি। কিন্তু তারা আমাদের সুস্পষ্ট কোনো কিছু বলেনি। তারা আমাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তায় ফেলেছে। দ্রুত সুনিদিষ্ট রোডম্যাপ চান তারা। সংবাদ সম্মেলনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews