1. admin@sylhetbela24.com : admin :
October 17, 2025, 12:45 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সোনার চেইন ছিনতাই করতে গিয়ে দুই নারী আটক

  • প্রকাশিতঃ শনিবার, জুলাই ১৯, ২০২৫
  • 17 বার সংবাদটি পড়া হয়েছে

হবিগঞ্জ শহরের চাঁদের হাঁসি হাসপাতাল এলাকায় পথচারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় দুই নারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরন্ডল গ্রামের সাদেক মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (২৮) ও পালান মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী পথচারী হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন।
হঠাৎ দেখেন তার গলার সোনার চেইন নেই। তখন তিনি সামনে থাকা একটি ইজিবাইকে থাকা দুই নারীকে সন্দেহ করে চিৎকার দেন। পরে লোকজন এগিয়ে গিয়ে ইজিবাইক থামিয়ে তাদের আটক করে তল্লাশি চালিয়ে চেইন উদ্ধার করেন। খবর পেয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আউলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী এখনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ না পেলে তাদের ১৫১ ধারায় আদালতে পাঠানো হবে।’

পুলিশ জানায়, ধরন্ডল গ্রামের নারীরা প্রায়ই শহরের কাপড় ও প্রসাধনীর দোকানে ঘোরাফেরা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews