হবিগঞ্জের লাখাই উপজেলায় পাইপ বসাতে গিয়ে সড়ক ধসে পড়ায় হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর মাঝহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর উদ্যোগে ও ইউপি সদস্যের পরামর্শে সড়কের নিচে পাইপ বসানো হয়। কিন্তু কাজটি যথাযথ পরিকল্পনা ও কারিগরি সহায়তা ছাড়া করায় পানির প্রবল চাপে প্রায় ২০ ফুট দীর্ঘ রাস্তা ধসে পড়ে।
মোড়াকরি বাজার থেকে লক্ষীপুর ও সুবিদপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল পর্যন্ত বিস্তৃত এ সড়ক দিয়ে দুই জেলার শত শত মানুষ যাতায়াত করেন। সড়ক ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের গাড়ি চলাচলসহ নিত্যপণ্য পরিবহনেও বিপর্যয় দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মহসিন মিয়া বলেন, “এই রাস্তাই আমাদের প্রধান যাতায়াত পথ। এখন সব ব্যবসা বন্ধ হয়ে গেছে।”
ইউপি সদস্য হিরা মিয়া বলেন, “পাইপ বসানোর পরামর্শ দিয়েছিলাম ঠিকই, তবে কাজ শুরু হওয়ার সময় আমি সেখানে ছিলাম না। আপাতত সাকো বানিয়ে পথচারীদের চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল অভিযোগ করে বলেন, “স্থানীয়রা আমার অনুমতি না নিয়েই রাস্তার নিচে ছিদ্র করেছে। তারা বুঝতেই পারেনি এতে কত বড় ক্ষতি হতে পারে। বিষয়টি ইউএনওকে জানিয়েছি।”
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা এলজিইডি প্রকৌশলী এহতেশামুর হক বলেন, “এটি বেআইনিভাবে করা হয়েছে। বিষয়টি আমাদের না জানিয়ে কাজ করা হয়েছে। এতে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।”