হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল্লাহপুরে গিলানী ছড়ার বাঁধ কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে পাইকপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য রমজান মিয়ার বিরুদ্ধে।
বাঁধ কেটে ফেলায় পাহাড়ি ঢল কিংবা বৃষ্টি হলেই কৃষি জমি ও মাছের খামারে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় কৃষকরা। দীর্ঘদিন ধরে অবাধে এসব বালু উত্তোলন ও বিক্রি করলেও কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরখানেক আগে সরকারিভাবে গিলানী ছড়ার দুই পাশের বাঁধ মেরামত করা হয়।
ফলে তারা ফসলের ক্ষতি থেকে রক্ষা পান। কিন্তু সম্প্রতি স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ সভাপতি রমজান মিয়া বালু উত্তোলনের সুবিধার্থে বাঁধ কেটে নিজের জমিতে গর্ত করেন। গর্তে জমাট বাঁধা বালু মেশিনের মাধ্যমে উত্তোলন করে বিক্রি করেন। এতে করে কাটা অংশ দিয়ে বৃষ্টি হলেই পানি প্রবেশ করে ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ফেলা হচ্ছে রমজান মিয়ার মালিকানাধীন পুকুরে। এসব বালু রাতের আঁধারে বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন স্থানে। অবৈধভাবে উত্তোলন করা এসব বালু বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও রাজস্ব হারাচ্ছে সরকার। বালু পরিবহনে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর।
ফলে ভেঙে যাচ্ছে চলাচলের রাস্তা।
এ বিষয়ে রমজান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
একই বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।