বর্ডার গার্ড বাংলাদেশ হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি ৫৫) গত চার দিনে ৭টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং বিভিন্ন প্রকার দামি শাড়িসহ প্রায় অর্ধকোটি টাকার অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।
আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি ৫৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ আগস্ট ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে বিজিবি। চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি ও বাল্লা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২২ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল মদ এবং বিপুল পরিমাণ দামি শাড়ি জব্দ করে।
মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপির টহল দল পৃথক অভিযানে ২৪.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এ ছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির টহল দলও চোরাচালানবিরোধী অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা ও ১টি বাই-সাইকেল আটক করে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘গত ৪ দিনে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট এবং বিভিন্ন প্রকার দামি শাড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা।
জব্দ পণ্য ও মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।’