হবিগঞ্জে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম। ৯ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এই ভ্যাকসিন দেওয়া হবে। ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং জেলা তথ্য অফিসের উদ্যোগে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে।
এ উপলক্ষে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ‘টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন-২০২৫’ বিষয়ক মিডিয়া কর্মীদের অংশগ্রহণে এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছারের সঞ্চালনায় ওয়ার্কশপে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনজুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার মোট জনসংখ্যা ২৩ লাখ ৫৮ হাজার ১১২ জন। জেলায় ৯টি উপজেলা, ২টি পৌরসভা, ৭৮টি ইউনিয়ন, ২৩৪টি ইউনিয়ন ওয়ার্ড এবং ১৮টি পৌর ওয়ার্ড রয়েছে।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় জেলার মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ২৬ হাজার ১২৬ জনকে।
এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৫৬ হাজার ২২১ জন এবং কমিউনিটি পর্যায়ে ২ লাখ ৬৯ হাজার ৯০৫ জন শিশু-কিশোরকে এই ভ্যাকসিন দেওয়া হবে।
উল্লেখ্য, এই ক্যাম্পেইন শিশু-কিশোরদের স্বাস্থ্যের সুরক্ষা ও টাইফয়েড প্রতিরোধে সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।