1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 3:25 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ১ কোটি ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
  • 81 বার সংবাদটি পড়া হয়েছে

হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় চারটি পৃথক বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, কসমেটিকস, গাঁজা ও চা-পাতাসহ ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৫০০ টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই ৫৫ বিজিবির একটি টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকামুখী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দেড় হাজার পিস ভারতীয় শাড়ি এবং ছয় হাজারের অধিক বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়।
এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকা।

অপরদিকে একই দিন চুনারুঘাট উপজেলার সাতছড়ি ও গুইবিল বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজা ও ৯১ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী বিওপির সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করে।

অভিযান প্রসঙ্গে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘সীমান্তে অবৈধ চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সদা প্রস্তুত। এই অভিযান আমাদের অঙ্গীকারেরই প্রমাণ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি অব্যাহত থাকবে। জব্দ করা সকল পণ্য ও মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

প্রসঙ্গত, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আজ মঙ্গলবার পর্যন্ত মোট প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকার পণ্য, মাদক ও যানবাহন জব্দ করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews