হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের প্রবেশপথ, এমএ মোতালেব চত্বর ও বাসটার্মিনাল এলাকা থেকে ৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, সেনাবাহিনী পুলিশ এবং হবিগঞ্জ পৌরসভা।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা আক্তার। এতে সহায়তা করে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা ও সেনাবাহিনীর একটি দল।
হবিগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, শহরের ওই গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ফুটপাত ও সড়কের একাংশ দখল করে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল অস্থায়ী দোকানপাট। চা, ফল, ভেরাইটিজসহ বিভিন্ন দোকান নির্মাণ করে যান চলাচলে বাধা সৃষ্টি করছিল লোকজন।
এর আগেও একাধিকবার উচ্ছেদ করা হলেও ব্যবসায়ীরা ফের দখল করে দোকান বসান। হবিগঞ্জ পৌরসভার শ্রমিকরা দোকানগুলো ঘটনাস্থল থেকে অপসারণ করেন।
কয়েকজন ব্যবসায়ী তাদের অস্থায়ী দোকান দ্রুত সড়িয়ে নেন।
জনসাধারণ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।