1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 10:30 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

হবিগঞ্জে ৭০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

  • প্রকাশিতঃ সোমবার, জুলাই ২৮, ২০২৫
  • 41 বার সংবাদটি পড়া হয়েছে

সীমান্তে চোরচালান ও মাদক বিরোধী অভিযানে প্রায় ৭০ লাখ টাকা বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) হবিগঞ্জ ব্যাটালিয়ন। গত ৩ দিনে ৪টি পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় মাদক, গরু এবং বিপুল পরিমাণ চোরাচালানকৃত জব্দ করে বিজিবি।

আজ সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি (৫৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো করা হয়, গত শুক্রবার (২৫ জুলাই) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়ক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে সিলেট থেকে ঢাকামুখী একটি বিশেষ পরিবহন তল্লাশি করে ৪৫ বস্তায় মোট ১৩৩৯ কেজি জিরা, ১২০ বস্তায় ৫৪০০ কেজি ভারতীয় ফুচকা, ৫৪৮০ পিস বিভিন্ন প্রকার চকলেট, ব্রেক টাইম চকলেট ১০ বক্স, ডার্ক চকলেট ২ বক্স, ডেইরি মিল্ক ৩ বক্স, ৬২৬ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, ১৬ প্যাকেট সনপাপড়ি, ৭২,৮০০ পিস ভারতীয় হেলথ ফিট ও আয়ুর্বেদিক ট্যাবলেট, ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১১৮০ প্যাকেট অবৈধ আতশবাজি এবং ৫টি কম্বল জব্দ করা হয়।

এ ছাড়া চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এবং গুইবিল বিওপি পৃথক অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ২২৯টি শাড়ি এবং ৬টি গরু জব্দ করা হয়। এদিকে মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া বিওপির অভিযানে ৬ বোতল ভারতীয় বিয়ার আটক করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘গত ৩ দিনের অভিযানে ভারতীয় মাদক, গরু, জিরা, ফুচকা, কম্বলসহ বিপুল পরিমাণ চোরাচালানকৃত জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য- ৭০ লক্ষ ০৪ হাজার ৭৬০ টাকা।
এসব মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি (৫৫) চোরাচালান ও মাদক পাচাররোধে তাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews