1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 9:13 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
  • 75 বার সংবাদটি পড়া হয়েছে

একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয়, এরপর বন্ধুত্ব এবং তারপর দুজনের মন দেওয়া-নেওয়া। চুটিয়ে প্রেম করলেও একটা সময় দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যায়, আলাদা হয়ে যান দেব-শুভশ্রী। ওপার বাংলার হিট এই জুটি নিয়ে দর্শকেরও আগ্রহ কম নেই। কিন্তু পর্দার বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের এক হওয়াকে ঘিরে ভক্তদের মধ্যেও ছিল উন্মাদনা, কিন্তু তাদের আলাদা হয়ে যাওয়ায় মন ভাঙে ভক্তদেরও।

২০১৫ সালে শুটিং করা ‘ধুমকেতু’ ছবি ছিল এই জুটি অভিনীত শেষ সিনেমা। নানা জটিলতা পেরিয়ে সেই সিনেমাটিও মুক্তি পাচ্ছে এ মাসে অর্থাৎ ১৪ আগস্ট। তারপর থেকেই তাদের দুজনকে নিয়ে উন্মাদনা আবারও তুঙ্গে। দেব-শুভশ্রী দুজনে আলাদাভাবে সিনেমার প্রচারণায় অংশ নিলেও একসঙ্গে দেখা যায়নি, যা নিয়ে ভক্তদেরও আক্ষেপের কমতি ছিল না।

অবশেষে ঘুচল সেই আক্ষেপ, তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। ১০ বছর পর একই মঞ্চে এসে দাঁড়ালেন দেব-শুভশ্রী। এই দুই তারকাকে একই মঞ্চে একসঙ্গে দেখার জন্য আজ সোমবার নজরুল মঞ্চে উপস্থিত হয়েছেন ভক্তরা।

এদিন ভক্তদের আবদার মেনে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন দেব ও শুভশ্রী।
এরপর ‘গানে গানে’ সুরের তালে তালে মঞ্চে উপস্থিত হলেন এই তারকা জুটি।

দেব পরেছিলেন একটি কালো রঙের পোশাক, শুভশ্রীর পরনে ছিল একটি কালো রঙের গাউন। চোখের সামনে এই দুই প্রিয় তারকাদের ১০ বছর পর দেখে আবেগে ভাসলেন দর্শকরা। সময়টা যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। যেন সত্যিই একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হলো।

মঞ্চে এসেই দেব বলেন, ‘‘সবাইকে ধন্যবাদ, ধুমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য।’ শুভশ্রী কিন্তু দিলেন বড় চমক। দেবকে শুভশ্রী বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ তখন দেব বলেন, ‘কেন?’ শুভশ্রী বলেন, ‘এমনি’।’ বহু বছর আগের চ্যালেঞ্জ ছবির সেই ম্যাজিকাল মোমেন্ট তৈরি হলো আবার।

এসময় মঞ্চে দেব এবং শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার, অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews