1. admin@sylhetbela24.com : admin :
October 14, 2025, 5:10 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

২০২৬ বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হতে পারেন আপনিও, আবেদন যেভাবে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫
  • 56 বার সংবাদটি পড়া হয়েছে

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ খুলে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই আসরে নির্বাচিত স্বেচ্ছাসেবীরা ম্যাচ আয়োজন, দর্শক সেবা, লজিস্টিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবেন।

৪৮ দলের এই বিশ্বকাপ চলবে ছয় সপ্তাহ ধরে, যেখানে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ প্রত্যাশা করছে ফিফা। তারা স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ ১৬টি শহরে ২৩ ধরনের কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা চাই আগ্রহীরা ২০২৬ সালে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বকে স্বাগত জানাক।’

আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা বাধ্যতামূলক। মেক্সিকোতে কাজের জন্য স্প্যানিশ এবং কানাডায় কাজের জন্য ফরাসি ভাষা জানা থাকলে তা বাড়তি সুবিধা দেবে। অন্যান্য ভাষাজ্ঞানও অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনের সময়সীমা আগস্ট থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। নির্বাচিত স্বেচ্ছাসেবীরা আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত মোট আটটি শিফটে কাজ করবেন।

আগ্রহীরা আবেদন করতে পারবেন এই লিংক থেকে : https://www.fifa.com/en/tournaments/mens/worldcup/canadamexicousa2026/volunteers

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews