1. admin@sylhetbela24.com : admin :
July 12, 2025, 2:39 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

২০ বছর পর ইমরান হাশমির সিনেমায় গাইলেন হিমেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, জুলাই ১১, ২০২৫
  • 19 বার সংবাদটি পড়া হয়েছে

সিনেমা নির্বাচনের ক্ষেত্রে ইমরান হাশমি যতটা চুজি, তার চেয়েও বেশি গানের বিষয়ে। তার সিনেমা মানেই থাকবে হিট গান, যা একইসঙ্গে শ্রোতাপ্রিয়। একটা সময় ইমরান হাশমির সিনেমা মানেই ছিল হিমেশ রেশমিয়ার গান, যা অনেকটা মিঠুন চক্রবর্তী এবং বাপি লাহিড়ীর জুটির মতো।

হিমেশ ও ইমরানের জুটি মানেই একের পর এক হিট গান, যা আজও শ্রোতা-দর্শকদের কাছে ভীষণ প্রিয়।
মাঝে বেশ অনেক বছর একসঙ্গে পাওয়া যায়নি তাদেরকে। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০ বছর পর আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা।

আগামী বছরে মুক্তি পাবে ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি ৯’ ছবিটি। গত বুধবার মুক্তি পেয়েছে ছবিটির টিজার, যা নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।

টিজারে দেখা গেছে, একটি হাত দুধের বালতি থেকে আস্তে আস্তে বন্দুক বের করে নিয়ে আসছে। নেপথ্যে শুনতে পাওয়া যাচ্ছে ইমরান হাশমির ভয়েস ওভার। ইমরান বলছেন, ‘তুমি যদি আমার সঙ্গে ঝামেলা করো তাতে অসুবিধা নেই কিন্তু যদি তুমি আমার পরিবারকে আঘাত করো তাহলে মনে রেখো আমি যেমন দুধের ব্যবসা করি তেমন বারুদের ব্যবসাও করি।’

টিজারটির ক্যাপশনে লেখা, ‘দুধ থেকে বারুদ, সবজি থেকে গুন্ডা, বুলেট থেকে বিট, গানমাস্টার জি ৯ প্রস্তুত বদলা নেওয়ার জন্য।
লকড লোডেড এবং রেডি!’

ক্যাপশনে আরও লেখা, ‘ইমরান হাশমি, আদিত্য দত্ত, হিমেশ রেশমিয়া, জেনেলিয়া দেশমুখ এবং অপশক্তি খুরানা সহ সকলের উপস্থিতি আমাদের সমৃদ্ধ করেছে। দেখা হচ্ছে ২০২৬ সালে সিনেমা হলে।’

টিজার দেখে ভক্তরা যতটা না উৎসাহিত তার থেকেও বেশি উৎসাহিত হয়েছেন ইমরান এবং হিমেশের জুটিকে ফিরতে দেখে। একজন লিখেছেন, ‘ইমরান এবং হিমেশ, অনবদ্য!’ অন্য একজন লিখেছেন, ‘নস্টালজিক লাগছে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘২০০০ সালের সেই আবেগ আবার ফিরে পেতে চলেছি।’

প্রসঙ্গত, ছবির শিরোনাম নেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীর ছবি ‘সুরক্ষা’-র একটি ডায়লগ থেকে। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মিঠুনের চরিত্রটি ‘গানমাস্টার জি ৯’ এই কোডনেম ব্যবহার করেছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews