প্রকাশিত হলো ভারতের ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। এবারের আসরে ‘জাওয়ান’ ছবির প্রথমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য শাহরুখের মতোই প্রথমবার সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাচ্ছেন রানী মুখার্জি।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য এই সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন বাঙালিকন্যা।
সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রানী। বিপরীতে ছিলেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার খবরে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করে এই অভিনেত্রী গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি, অনুরাগী এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির টিমকে ধন্যবাদ জানান।
রানী বলেন, ‘আমি সত্যিই দারুণ খুশি এবং গর্বিত বোধ করছি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে আমার অভিনয়কে এত বড় সম্মান দেওয়ায় আমি উল্লসিত।। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার।
আমি খুবই ভাগ্যবান যে আমার অভিনয় জীবনে অনেক ভালো ভালো ছবিতে কাজ করে দর্শকদের ভালোবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের। ধন্যবাদ জানাই ছবির পরিচালক অসীমা ছিব্বর এবং প্রযোজক নিখিল আদবাণী, মণীশা এবং মধুকে। এই সম্মান আমার ৩০ বছরের অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করল।’