ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ ও দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে অবসান ঘটে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের। ঐতিহাসিক এই দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হচ্ছে সারা দেশে।
সিলেটেও দিবসটি উদযাপিত হয়েছে নানা আয়োজনে।
সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বের হয় বর্ণাঢ্য র্যালি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহীদঅভ্যুত্থানে নিহতদের পরিবারদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এছাড়া সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের নিয়ে অনুষ্ঠিত হয় আরেকটি আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও আয়োজন করেছে নানা কর্মসূচি।