1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 7:55 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

৬ষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার, পাবেন যারা

  • প্রকাশিতঃ সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
  • 28 বার সংবাদটি পড়া হয়েছে

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। আগামী ৩১ অক্টোবর রাত ১২টায় আবেদনের শেষ সময়।

ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অনুদান হিসেবে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে।

ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের মধ্যে হতে হবে।

এ ছাড়া অনলাইনে আবেদন করার সময় শিক্ষার্থী বা পিতা-মাতার নিজ ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা বা ব্যাংক স্টেটমেন্ট অনলাইনে আপলোড করতে হবে। শুধুমাত্র পিতা-মাতার মৃত্যু বা অনুপস্থিতিতে আইনগত অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর ব্যবহার করা যাবে।

আবেদনের প্রাপ্তির ৩-৪ মাস পর অর্থ পাঠানো হয়। শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews