1. admin@sylhetbela24.com : admin :
July 12, 2025, 10:45 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

কুলাউড়ায় পাঁচ ব্যক্তির দখলে থাকা ১০ কোটি টাকার জায়গা উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
  • 45 বার সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে পাঁচ ব্যক্তির দখলে থাকা ১০ একর সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় জায়গাগুলো উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।

জায়গা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শাহ জহুরুল হোসেন জানান, সঞ্জরপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১০ একর জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার লোকমান আলী, হেকিম আলী, মইন, গৌছ মিয়া ও কমর মিয়া দখল করে রেখেছিলেন। সম্প্রতি মাপজোকের পর জায়গাগুলো সরকারি হিসেবে চিহ্নিত করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে এসব জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। খাস জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews