মেঘাচ্ছন্ন আকাশ
প্রচন্ড অন্ধকারে ছেয়ে আছে ভূতল ,
দিন না রাত বুঝা যাচ্ছে না
অহর্নিশ মেঘের গর্জন,
স্তম্ভিত পৃথিবী।
অশান্তির ছায়াঘেরা চারিদিক
বইছে হিমেল বাতাস,
বাজ পড়ার শব্দে উন্মাতাল মানুষ,
যান্ত্রিক সভ্যতা অসহায়
প্রকৃতির নিদারুণ রূপে
অগ্নিদ্রোহে।
ফুটা ফুটা বৃষ্টির আগমন
জানান দিচ্ছে তোলপাড় করা
করালগ্রাতী সর্বনাশের।
স্থবির মনুষ্য বসতি,
যাদের ছাউনি নেই, বৃষ্টিতে ভেজাঘর
বাতাসের খেলায় মগ্ন ভাঙ্গা চাল,
দোলছে প্রতিনিয়ত,
উড়ে যাবে কখন শুধু প্রতীকার পালা!
প্রচুর বেগে বৃষ্টির আগমন
অসহায় নিয়তি,
আমি দেখি বৃষ্টির প্লাবনে
পিচ্ছিল পথ, এবড়ো তেবড়ো ঘর
সুন্দর বিসাদিত কষ্টের আগমন,
ভালো লাগার দেউলিয়াত্ব
দুখের বাড়ে নতজানু জীবন
মানুষের হাহাকার,
জলাসিক্ত জীবনে বহমান দুঃখ
বহে যাওয়ার নিদারুণ আস্ফালন!
থোকা থোকা বৃষ্টির সাথে
ঝরে পড়ে বেদনা অনাহত,
কখন থামবে বৃষ্টি
সেই আশায় উর্ধ্বাকাশ পানে
চেয়ে থাকা নিষ্পলক।