পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আল-কুরআনে আল্লাহ বারবার ত্যাগের নির্দেশ দিয়েছেন। সেই শিক্ষা থেকে আমাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ মানবতার সেবায় ব্যয় করতে হবে। দরিদ্র মানুষের সহযোগিতায় সরকারের পাশাপাশি সকল বিত্তশালী লোককে এগিয়ে আসতে হবে। সারা বছর, সারা জীবন সাধ্যমত আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের কথা বিবেচনা করে মানুষকে সাহায্য করতে হবে। চিত্ত আর বিত্তের মিল ঘটানোর জন্যই আল্লাহ পবিত্র কুরআনে বারবার মানুষকে আহবান করেছেন।