1. admin@sylhetbela24.com : admin :
October 16, 2025, 10:10 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বিশ্বনাথে চলন্ত গাড়ি থেকে যুবককে গুলি

  • প্রকাশিতঃ বুধবার, জুন ২৫, ২০২৫
  • 49 বার সংবাদটি পড়া হয়েছে

সিলেট ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে চলমান সিএনজি অটোরিকশা থেকে এক যুববকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের ছোড়া গুলিতে বাম হাতে মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন ওই যুবক।

মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের লহরী ব্রীজ সংলগ্ন মাদরাসার পাশে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আজিজুর রহমান ওরফে আজিবুর (৪০)। তিনি ওই ইউনিয়নের নাচুনী গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশ্বনাথ থানা পুলিশ। তবে, কে বা কারা কেন তাকে গুলি ছুড়লো তাৎক্ষণিক তা জানা জায়নি।

জানা গেছে, গ্রামের অদূরে ঘটনাস্থলের পাশেই, মাছ ধরার উদ্দেশ্যে নিজের জমি সেচ করছিলেন আজিবুর। ঘটনার সময় তিনি ও তার কয়েকজন সহযোগি সড়কের পাশে বসে পান করছিলেন চা। অন্যরা ব্যস্ত ছিলেন মাছ ধরায়। এসময় একটি সিএনজি চালিত চলমান অটোরিকশা থেকে গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাম হাতে গুলিবিদ্ধ হন আজিবুর। পরে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। থানা অবগত করে দ্রুত নেয়া হয় সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এসময় ভিকটিমের মৌখিক অভিযোগের ভিত্তিতে, তার গাড়ীতে করে আসা বাবুল আহমদ (৩৮) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেয় পুলিশ। তিনি দশঘর গ্রামের মৃত চমক আলীর ছেলে।

আজিবুরের ভাষ্য, ‘আমরা পাঁঁচ ভাইয়ের মধ্যে চারজনই যুক্তরাজ্য প্রবাসী। দেশে আমি একা। আমার অনেক শত্রু আছে। প্রতিপক্ষই আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। সুস্থ হয়ে আমি সবার নাম প্রকাশ করবো।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, ‘চলন্ত গাড়ি থেকে ওই যুবককে গুলি করা হয়েছে। ঘটনাকারীদের পাকড়াও করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

সিলেট/আবির

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews