1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 11:02 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বড় ছেলের রেকর্ড ভেঙে এবার ইতিহাস গড়ল ‘শ্বশুরবাড়িতে ঈদ’

  • প্রকাশিতঃ বুধবার, জুন ২৫, ২০২৫
  • 23 বার সংবাদটি পড়া হয়েছে

ইউটিউবে বাংলা নাটকের দর্শকপ্রিয়তায় ‘বড় ছেলে’ নাটকের ৮ বছরের রেকর্ড মাত্র ১১ মাসে ভেঙেছিল নিলয় আলমগীর অভিনীত ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটি। জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘বড় ছেলে’-কে টপকে শীর্ষে উঠেছে আগেই। এবার নতুন ইতিহাস গড়ল ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মাত্র ১৪ মাসেই নাটকটির ভিউ ৬ কোটি পার করেছে যা বাংলা নাটকের ইতিহাসে অনন্য এক রেকর্ড।

আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল ‘বড় ছেলে’। তবে কদিন আগেই আট বছর আগের সেই নাটকের রেকর্ড ভাঙে আরেক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে। শীর্ষে অবস্থানের সঙ্গে নাটকটি গড়েছে আরেক রেকর্ড, বাংলা নাটকের ইতিহাসে প্রথমবারের মতো ইউটিউবে পার করেছে ৬ কোটি ভিউ।
গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয়। মাত্র ১৪ মাসেই নাটকটির ভিউ ৬ কোটি পার করেছে। নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

ভিউয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ‘বড় ছেলে’।
জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটির ভিউ ৫ কোটি ৪৮ লাখ পেরিয়েছে। তৃতীয় স্থানে আছে জাকারিয়া সৌখিন নির্মিত নাটক ‘ভুলো না আমায়’। মুশফিক আর ফারহান, কেয়া পায়েল অভিনীত নাটকটি এখন পর্যন্ত দেখা হয়েছে ৫ কোটি ৬ লাখ ৬৮ হাজারবার।

‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে শ্বশুরবাড়িতে ঈদকেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে। বিয়ের পর দূরে থাকলেও এবার শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়েন জামাই।
দেখা যায়, শ্বশুর কিপটে। ঈদে ফিতরা-জাকাত ইত্যাদি দিতে চান না। সেগুলো নিয়ে সোচ্চার হন জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ জন্য এটি দর্শক পছন্দ করেছেন বলে জানালেন নাটকের পরিচালক মহিন খান।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews