1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 1:29 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

আড়াইশ’র আগেই থামল বাংলাদেশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫
  • 42 বার সংবাদটি পড়া হয়েছে

কলম্বো টেস্টের দ্বিতীয় দিন দুই উইকেট হাতে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের দিন শেষে দলের আশা ছিল অন্তত ২৭০-২৮০ রানের লড়াকু সংগ্রহ গড়ে তোলার।

ওপেনার সাদমান ইসলামও জানিয়েছিলেন, এই রান তুলতে পারলে প্রতিপক্ষের বিপক্ষে ভালো একটা অবস্থান তৈরি করা সম্ভব। তবে সেই প্রত্যাশা পূরণ হলো না। ২৫০ রানের লক্ষ্য ছুঁতেই পারেনি বাংলাদেশ, থামতে হলো ২৪৭ রানেই।

বৃষ্টির কারণে আগের দিন ১৯ ওভার খেলা কম হওয়ায় এদিন খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। শুরুটা হয়েছিল আশাব্যঞ্জক। দিনের তৃতীয় বলেই সুন্দর এক চার হাঁকান তাইজুল ইসলাম। তবে এরপর স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ৪ রান, আর তাতেই শুরু হয় ভাঙনের সুর।

দিনের প্রথম ধাক্কাটা দেন আসিথা ফার্নান্দো। তার নিচু বলটি এবাদত হোসেনের প্যাডে লাগলে লঙ্কানরা জোরালো আবেদন করে। আম্পায়ার আঙুল তুললে রিভিউ নেন এবাদত।

তবে তাতে দেখা যায়, বল অফ স্টাম্পের বাইরে পড়লেও ইমপ্যাক্ট এবং বলের গন্তব্য সবই স্টাম্পে। তিনটি লাল সংকেত মানেই আউট, সঙ্গে হারানো হয় বাংলাদেশের একটি মূল্যবান রিভিউ।

২৯ রান নিয়ে নবম উইকেট পতনের পর লড়াইয়ের মঞ্চে ফেরেন তাইজুল। তিনটি দৃষ্টিনন্দন চার মেরে ২৫০ রানের আশা জাগান তিনি। তবে ৮০তম ওভারে নতুন বল নেওয়ার আগ মুহূর্তে বড় শট খেলে বসেন এই বাঁহাতি ব্যাটার।

সোনাল দিনুশার বলটি লং অনের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৩৩ রান করে। এর সঙ্গেই ২৪৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

শেষ দিকে লড়াই করলেও কাঙ্ক্ষিত সংগ্রহের তিন রান আগেই থামতে হয় সফরকারীদের।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews