1. admin@sylhetbela24.com : admin :
October 16, 2025, 5:34 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

জোহরান মামদানি: বলিউড স্টার কিড থেকে নিউ ইয়র্কের ভবিষ্যৎ মেয়র

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫
  • 50 বার সংবাদটি পড়া হয়েছে

নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বড় জয় পেয়েছেন প্রগতিশীল ও ফিলিস্তিনপন্থী রাজনীতিক জোহরান মামদানি।

তাঁর এই সাফল্য যুক্তরাষ্ট্রে প্রো-প্যালেস্টাইন আন্দোলনের জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মেয়র প্রার্থী হিসেবে তিনি সরকারি মালিকানাধীন গ্রোসারি, বিনামূল্যে গণপরিবহন ও নিয়ন্ত্রিত ভাড়া সহ নানা ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন, তবে ভোটের আগে সবচেয়ে আলোচিত ছিল ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে তাঁর স্পষ্ট ও সাহসী অবস্থান।

শুরু থেকেই মামদানি গাজার মানুষের পক্ষে সোচ্চার। তিনি ইসরায়েলের হামলাকে “গণহত্যা” হিসেবে অভিহিত করেন, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মূল্যায়নের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
প্রেমে প্রত্যাখ্যাত, প্রতিশোধে এয়ার ইন্ডিয়া বিধ্বস্তের দাবি নারী প্রকৌশলীর

জোহরান মামদানি ১৯৯১ সালের ১৯ অক্টোবর উগান্ডার কামপালায় জন্মগ্রহণ করেন।

তার বাবা মাহমুদ মামদানি একজন ভারতীয়-উগান্ডীয় প্রখ্যাত অধ্যাপক, লেখক ও রাজনৈতিক ভাষ্যকার, যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে উপনিবেশবাদ ও উত্তর-উপনিবেশবাদ নিয়ে পড়ান।

গুজরাটি মুসলিম বংশোদ্ভূত মাহমুদের সঙ্গে তাঁর মা মীরা নায়ার—একজন খ্যাতনামা ভারতীয়-মার্কিন চলচ্চিত্র নির্মাতা। Mississippi Masala, The Namesake, Salaam Bombay! এবং স্বর্ণসিংহ বিজয়ী Monsoon Wedding—তাঁর উল্লেখযোগ্য কাজ।

জন্মসূত্রে বর্ণাঢ্য হলেও জোহরান তার নিজের পরিচিতি গড়ে তুলেছেন মাঠের রাজনীতিতে।

তাঁর মধ্যনাম ‘ক্বামে’ রাখা হয়েছিল ঘানার বিপ্লবী নেতা ক্বামে এনক্রুমাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে—এটিও যেন তাঁর রাজনৈতিক দর্শনেরই এক প্রতিফলন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews