দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে নাম লেখালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) জানিয়েছে, ইন্টার মায়ামির ফরোয়ার্ড হিসেবে তার বার্ষিক আয় ২০.৪৫ মিলিয়ন ডলার।
তবে এই পরিমাণ কেবল মেসির খেলার পারিশ্রমিক। এর বাইরেও রয়েছে অ্যাডিডাসের সঙ্গে চুক্তি ও অ্যাপলের সম্প্রচার অংশীদারিত্ব থেকে আসা মোটা অঙ্কের অর্থ।
স্পোর্টিকোর এক প্রতিবেদন বলছে, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মায়ামি ও এমএলএসের সঙ্গে স্বাক্ষরিত আড়াই বছরের চুক্তি অনুযায়ী, চুক্তি শেষে মেসির মোট আয় দাঁড়াতে পারে প্রায় ১৫০ মিলিয়ন ডলারে।
আয় তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টরোন্টো এফসির ইতালিয়ান ফরোয়ার্ড লরেঞ্জো ইনসিনিয়ে, যার বার্ষিক আয় ১৫.৪৪ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন মেসির ক্লাব সতীর্থ ও সাবেক বার্সা মিডফিল্ডার সার্জিও বুসকেটস, যিনি আয় করছেন ৮.৫ মিলিয়ন ডলার।
এরপর যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন আটলান্টা ইউনাইটেড ফরোয়ার্ড মিগুয়েল আলমিরোন (৭.৮৭ মিলিয়ন) এবং সান দিয়েগো এফসির মেক্সিকান তারকা ইরভিং ‘চুকি’ লোজানো (৭.৬৩ মিলিয়ন)।