অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার ( ২৯ জুন) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মহব্বতপুর এলাকায় ইজারা ছাড়া বালু উত্তোলন ও বিক্রির দায়ে সাইমুম মিয়াকে লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগার থানার হরষপুর গ্রামের মনির মিয়ার ছেলে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো মুজিবুল ইসলাম।
অভিযানের সময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মনতলা ভূমি অফিসের প্রতিনিধি, এবং বিজিবি’র একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।