1. admin@sylhetbela24.com : admin :
October 15, 2025, 1:32 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

বাহরাইনকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

  • প্রকাশিতঃ রবিবার, জুন ২৯, ২০২৫
  • 50 বার সংবাদটি পড়া হয়েছে

ফিফা র‌্যাংকিং অনুসারে বাংলাদেশের চেয়ে বাহরাইন এগিয়ে রয়েছে ৩৬ ধাপ। তবে মাঠের খেলায় হলো ঠিক তার উল্টোটা! আক্রমণাত্মক ও গোছানো ফুটবলে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিল লাল-সবাজের প্রতিনিধিরা। আফঈদা-ঋতুপর্ণাদের দুর্দান্ত পারফরম্যান্সে মধ্যপ্রাচ্যের দলটিকে গোলের মালা পরাল পিটাল বাটলারের শিষ্যরা।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের ইয়াংগুনে উড়ন্ত সূচনা হয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ রোববার ইয়াঙ্গুনে ২০২৬ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের ম্যাচে ৭-০ গোলের বড় ব্যবধানে জিতেছে তারা। ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা। আর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দেয় তারা।

জোড়া গোল আসে তহুরা খাতুনের পা থেকে। একবার করে লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিসকু ও মুনকি আক্তার। এছাড়া, নিজেদের জালে বল পাঠিয়ে দেন বাহরাইনের রাওয়ান আলালি।

‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হলো স্বাগতিক মায়ানমার ও তুর্কমেনিস্তান। প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দল আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের টিকিট পাবে।

বাংলাদেশের র‌্যাংকিং ১২৮, সেখানে বাহরাইনের ৯২। ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইন বাংলাদেশের বিপক্ষে অসহায় আত্নসমর্পণ করেছে। বাহরাইন তেমন আক্রমণই করতে পারেনি। বল পজিশন, আক্রমণ সব কিছুতেই বাংলাদেশের প্রাধান্য ছিল।

ম্যাচের ১০ মিনিটে বাংলাদেশ লিড নেয়। বাহরাইনের এক আক্রমণ প্রতিহত করে লম্বা বল বাড়ানো হয় বাংলাদেশ অর্ধ থেকে। ফরোয়ার্ড শামসুন্নাহার দারুণভাবে বল রিসিভ করে বক্সে প্রবেশ করেন। বাহরাইনের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসলেও তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান। বাংলাদেশ ডাগ আউটে উল্লাস হয়।

পাঁচ মিনিট পর দর্শনীয় গোল দেখেন ইয়াঙ্গুন স্টেডিয়ামের দর্শকরা। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন। অসাধারণ গোলে বাংলাদেশ ২-০ স্কোরলাইনের লিড পায়।

এরপর তহুরা হেডে বল জালে পাঠিয়েছিলেন। অফসাইডে গোল হিসেবে গণ্য হয়নি। ৪২ মিনিটে কর্ণার থেকে জটলার মধ্যে কোহাতি কিসকুর শট বাহরাইনের জালে জড়ালে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধের ৪ মিনিট ইনজুরি সময়ে বাহরাইনের উপর ঝড় বইয়ে দেন তহুরা খাতুন। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেন এই ফরোয়ার্ড। তাতে ৫-০ গোলের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো দুই গোল করে। ৬০ মিনিটে শামসুন্নাহার নিজের দ্বিতীয় গোল করেন। ৭৫ মিনিটে মুনকি দলের হয়ে সপ্তম গোল করেন। বাকি সময় বাংলাদেশ আরো গোলের চেষ্টা করলেও স্কোরলাইন আর বাড়েনি। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়লেন আফঈদা-ঋতুপর্ণারা।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews