মালয়েশিয়ায় মাছ শিকার করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ হওয়া বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের সুনগাই মুয়ার নদীতে ওই প্রবাসীর মরদেহ ভেসে উঠে। গতকাল রবিবার সকালে গেমাসের কামপুং কুয়ালা গেমাস এলাকার কাছে এই মরদেহ উদ্ধার করা হয়।
তাম্পিন জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিমান এক বিবৃতিতে জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে মরদেহটি উদ্ধারের বিষয়ে একটি রিপোর্ট পায় পুলিশ।
৪৬ বছর বয়সী এই প্রবাসী গত বৃহস্পতিবার নিখোঁজ হন। জানা গেছে, তিনি কামপুং বাংকাহুলু এলাকার একটি পানি উত্তোলন পাম্পের কাছে জাল ফেলতে গিয়ে নদীতে পড়ে যান এবং পানির স্রোতে ভেসে যান। নিহত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের তদন্তে জানা গেছে, তিনি প্রায় ১৩ কিলোমিটার দূরে স্রোতে ভেসে যান।
পরে তার পরিচিতরা মরদেহটি শনাক্ত করেন।ময়নাতদন্তের জন্য মরদেহটি তাম্পিন হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।