1. admin@sylhetbela24.com : admin :
July 8, 2025, 10:32 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

অবশেষে হেরা ফেরি থ্রিতে ফিরছেন ‘বাবু ভাইয়া’

  • প্রকাশিতঃ সোমবার, জুন ৩০, ২০২৫
  • 33 বার সংবাদটি পড়া হয়েছে

বলিউডের প্রতীক্ষিত সিনেমা ‘হেরা ফেরি থ্রি’-তে পরেশ রাওয়াল অনুপস্থিত থাকছেন, এমন খবরে পড়ে যায় হইচই।

‘বাবু ভাইয়া’ চরিত্রে এই অভিনেতাকে ছাড়া সিনেমা- এমন ভাবনা অনেক দর্শকের কাছে অসম্ভব হয়ে ওঠে। তবে এবার সেই আশঙ্কার অবসান ঘটালেন স্বয়ং পরেশ রাওয়াল।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘না, এখন আর কোনো সমস্যা নেই। সব জটিলতা মিটে গেছে। এমন একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে আমাদের বাড়তি সতর্ক থাকতে হয়। কারণ দর্শকের ভালোবাসার প্রতিদান দিতে আমাদের দায়িত্ববোধ থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘আগেও ছবিতে থাকার কথা ছিল, এখনও আছি। আমরা সবাই সৃজনশীল মানুষ। প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল- সবাই বহুদিনের বন্ধু। একটু সমন্বয় প্রয়োজন ছিল, সেটাও হয়ে গেছে।’

পরেশ রাওয়ালের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এক ব্যবহারকারী লেখেন, ‘আজকের সেরা খবর! হেরা ফেরি ৩ আসছে, আর বাবু ভাইয়াও ফিরছেন। অক্ষয়, সুনীল আর পরেশ রাওয়ালকে একসঙ্গে দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।’

এদিকে সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিনহাও মন্তব্য করেন, ‘পরেশ রাওয়ালকে ছাড়া হেরা ফেরি৩ কল্পনাই করা যায় না।’

এর আগে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হেরা ফেরি থ্রি’ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন অভিনেতা। এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তিগুলোতে অক্ষয় কুমার ও সুনীল শেঠির সাথে বাবুরাও ওরফে বাবু ভাইয়া হিসেবে দেখা যায় পরেশকে। কিন্তু পরেশের সরে আসার ঘোষণায় মন ভাঙে দর্শকের।

মূলত, অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’ ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছিল পরেশ রাওয়ালকে।

জানা যায়, ১১ লক্ষ টাকার সাইনিং অ্যামাউন্ট তিনি ফেরত দিয়েছিলেন ১৫% সুদ-সহ এবং অতিরিক্ত কিছু টাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews