1. admin@sylhetbela24.com : admin :
July 8, 2025, 1:49 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

শাবিতে যুক্ত হচ্ছে নতুন ৩টি দ্বিতল বাস

  • প্রকাশিতঃ মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
  • 42 বার সংবাদটি পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি কমাতে ২০২৫-২৬ অর্থবছরে ৭৫ আসন বিশিষ্ট ৩টি দ্বিতল বাস ভাড়ায় নেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (১লা জুলাই) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত একটি পত্রে এই অনুমোদন দেওয়া হয়।

চুক্তি শর্তে বলা হয়, বাস ভাড়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ ও রুলস ২০০৮ (পিপিএ) অনুসরণ করতে হবে। এছাড়া ভাড়া চুক্তি সম্পন্ন হওয়ার পর তা দ্রুত কমিশনে জমা দিতে হবে এবং সরকার নির্ধারিত হারে আয়করসহ প্রযোজ্য অন্যান্য কর কর্তন করে ভাড়া পরিশোধ করতে হবে।

পত্রে আরোও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন বাস ক্রয় করবে, তখনই ভাড়ায় নেওয়া সমসংখ্যক বাসের চুক্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন বলেন, ‘ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত বাস না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অতি কষ্টে ক্যাম্পাসে যাওয়া আসা করছে। অনেকে বাসে জায়গা না পেয়ে পাবলিক পরিবহনে যাতায়াত করছে। ফলে অধিক অর্থ ব্যয়সহ বিভিন্ন ঝুঁকি বেড়ে গিয়েছে। শিক্ষার্থীদের এই সকল সমস্যা বিবেচনায় নিয়ে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর পরই বাস ক্রয়ের জন্য বিমকের সাথে যোগাযোগ করছে। তারই অংশ হিসেবে নতুন বাস না আসা পর্যন্ত বিআরটিসি-৩৯ বাস ভাড়া করার অনুমোদন দিয়েছে। আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে নতুন বাস ক্রয়ের জন্যও অর্থ বরাদ্দ পাওয়া যাবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews