1. admin@sylhetbela24.com : admin :
July 8, 2025, 4:05 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

সুনামগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, জুলাই ২, ২০২৫
  • 25 বার সংবাদটি পড়া হয়েছে

সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সাড়ে ৫ কোটি টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস ও চকলেট।

সোমবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি বাড়ি থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং পুলিশ সদস্যসহ বিজিবি সদস্যরা হরিণাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে অভিযান চালান। অভিযানে মালিকবিহীন ৪২৮৬টি ভারতীয় শাড়ি, ১৩টি লেহেঙ্গা, ৪৯৯২টি কসমেটিকস সামগ্রী ও ২০১২০টি চকলেট জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গত এক মাসে ২৮ বিজিবি ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করেছে।

আটককৃত শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস ও চকলেট শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews