1. admin@sylhetbela24.com : admin :
July 8, 2025, 2:11 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

দালালের প্রতারণা : সৌদিতে নিঃস্ব চুনারুঘাটের ৪০ যুবক

  • প্রকাশিতঃ রবিবার, জুলাই ৬, ২০২৫
  • 24 বার সংবাদটি পড়া হয়েছে

সৌদি আরবে উচ্চ বিলাসী বেতনের লোভ দেখিয়ে ৪০ যুবক কে নিঃস্ব করার অভিযোগ উঠেছে দালাল আফজল ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে। আফজল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের সুরুজ আলীর ছেলে। ইতিমধ্যেই দালাল আফজল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বছরখানেক আগে দালাল আফজলের লোভনীয় অফারে চুনারুঘাট সহ বিভিন্ন এলাকায় ৪০ জন যুবক সৌদি আরব ভিসা দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা করে নেয়।

তাদের সেখানে নেওয়ার পর আকামা বা কাজের সুযোগ সুবিধা দেয়নি দালাল আফজল। ফলে এক বছর যাবত রাস্তায় ও পার্কের বিভিন্ন স্থানে রাত যাপন ও মানবেতর জীবন যাপন করছে ভুক্তভোগীরা। তারা সৌদি আরব থেকে সামাজিক মাধ্যমে মানবতার জীবনযাপন এর বিভিন্ন চিত্র তুলে ধরে কান্না জড়িত কন্ঠে ভিডিও প্রকাশ করেন।

দালাল আফজলের প্রতিবেশী বলেন,১ বছর পূর্বে তার কিছুই ছিল না। হঠাৎ ২ কোটি টাকা খরচ করে নিজের আলিশান বাড়ি তৈরি করেন তার স্ত্রী জেসমিন।বাংলাদেশে দালাল আফজলের টাকা-পয়সার লেনদেন করেন তার স্ত্রী জেসমিন।

ভুক্তভোগী একই গ্রামের বাসিন্দা শামীম আহমেদ সৌদি আরব থেকে ভিডিও বার্তায় বলেন তিনি এক বছর যাবত মানবেতর জীবনযাপন করছেন, বারবার দালাল আফজল কে টেলিফোন দিলে সে ফোন রিসিভ করছে না।

একইভাবে জাহির মিয়ার ছেলে মো. শামীম মিয়া,শওকত আলীর ছেলে শাকিল মিয়া,বাচ্চু মিয়ার ছেলে শাহিন মিয়া,দুদুমিয়ার ছেলে হৃদয় মিয়া, মোতালেব মিয়ার ছেলে লিটন মিয়া, বাসুল্লা গ্রামের আলমগীর মিয়ার ছেলে নাঈম মিয়া,মোস্তফা মিয়া ছেলে উজ্জল মিয়াসহ ৪০ জন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ইদানিং অনেক লোকজন দালাল আফজল এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন। সে প্রবাসে থাকার কারণে বিষয়গুলো মীমাংসা বা কোন প্রদক্ষেপ নেওয়া যাচ্ছে না। ভুক্তভোগীরা আমাকে ফোন দিয়ে বারবার যোগাযোগ করছেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আলম বলেন,অনেকেই মৌখিকভাবে অভিযোগ দিচ্ছেন তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews