1. admin@sylhetbela24.com : admin :
July 10, 2025, 8:32 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

জগন্নাথপুরে সীমানা দেয়াল নির্মাণ নিয়ে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, জুলাই ৯, ২০২৫
  • 10 বার সংবাদটি পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির সীমানা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেখ কবির আহমদ কছুর (৭০) নামের এক প্রবীণ বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।

নিহত শেখ কবির আহমদ কছুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রামের বাসিন্দা এবং উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার সকালে সৈয়দপুর দক্ষিণ আগুনকোনা গ্রামের বাসিন্দা বিএনপি নেতা শেখ কবির আহমদ কছুরের সঙ্গে প্রতিবেশী মনোয়ার আলীর সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল ছুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লোকজনের ইটের আঘাতে শেখ কবির আহমেদ কছুর আহত হন। পরে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব শেখ সাহবির আহমেদ বলেন, ‘আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews