সম্প্রতি সামান্তা কিছু ছবি শেয়ার করেছেন, যা দেখে অনেকেই বলছেন, সম্ভবত সম্পর্কটিকে প্রকাশ্যে আনতে চলেছেন তারা।
ইনস্টাগ্রামে সাম্প্রতিক ভ্রমণের দারুণ দারুণ কিছু মুহূর্ত শেয়ার করেছেন সামান্তা, যেখানে অভিনেত্রীকে রাজ নিদিমোরুকে জড়িয়ে ধরে হাঁটতে দেখা গেছে।
সম্প্রতি টেক ২০ শিরোনামের পডকাস্টে সামান্থা রুথ প্রভুর উপস্থিতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেখানে কথোপকথনে তিনি তার অভিজ্ঞতার মধ্যে একটি বিষাক্ত সম্পর্কের কথা উল্লেখ করেন।
এবার বিয়ে নিয়ে ‘বোমা ফাটালেন’ সালমান
তিনি বলেন, ‘আমি আমার জীবনে অনেক পরিবর্তন এনেছি এবং আমি নিজের জন্য যে রুটিন তৈরি করেছি তাতে বেশ খুশি। আমি যা নিয়ন্ত্রণ করতে পারিনি তা হল। ফোনে কথা বলা।
এখন সেসব থেকে বেড়িয়েছি। এটা একটি ভ্রান্ত ধারণা যে, কাজের প্রয়োজনেই ফোনে কথা বলতে হয় বা ফোন নিয়ে সময় কাটাতে হয়।’
সামান্থা রুথ প্রভু এবং তার কথিত প্রেমিক রাজ নিদিমোরু মূলত ‘সিটাডেল’র শুটিংয়ের সময় একে অপরের প্রেমে পড়েছিলেন। তাদের দুজনকেই একাধিকবার একসাথে দেখা গেছে।
সবাই তাদের প্রেম নিয়ে তুমুল আলোচনা করলেও তিনি বা রাজ কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই সম্পর্কের।