নিখোঁজের ১৪দিন পর হাত-পা, মুখ বাঁধা অবস্থায় সুনামগঞ্জের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছেন এলাকাবাসী।
শুক্রবার রাত ১টায় (বৃহস্পতিবার দিবাগত) সদর উপজেলার গোবিনপুর এলাকায় সিলেট সুনামগঞ্জ সড়কের পাশের একটি নির্জন স্থান থেকে ফখরুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন স্থানীয়রা।
সংকটাপন্ন অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী ফখরুল ইসলামের ভাই ফয়সল আহমদ জানান, ২৮ জুন সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জের গ্রামের বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন স্থানীয় বাজারের ব্যবসায়ি ফখরুল ইসলাম। নিখোঁজ হওয়ার পর সন্ধান চেয়ে শান্তিগঞ্জ থানায় একটি জিডি করেন তারা।
শুক্রবার রাত ১টার দিকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় গেলে স্থানীয়রা তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
ফখরুল ইসলামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সকালে জ্ঞান ফিরলেও কথা বলতে না পারায় আহত ব্যবসায়ীর কাছ থেকে নিখোঁজ হওয়ার পেছনের কারন জানা সম্ভব হয়নি।
ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে দাবি জানিয়েছে ব্যবসায়ি ফখরুল ইসলামের পরিবার।
এদিকে ব্যবসায়ী নিখোঁজের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েগেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী।