1. admin@sylhetbela24.com : admin :
July 12, 2025, 9:55 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণ, ৪ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিতঃ শনিবার, জুলাই ১২, ২০২৫
  • 30 বার সংবাদটি পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে কিশোরীকে ধর্ষণ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে।

এ ঘটনায় শুক্রবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই সোহাগ বাদি হয়ে চরনুর আহমদ গ্রামের আব্দুল হান্নানের পুত্র রায়হান (২৫)সহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা দায়ের করেন।

এ ছাড়া ভিকটিম কিশোরীকে পুলিশের মাধ্যমে মেডিকেল পরীক্ষা করানো হয়।

জানা যায়, গত বুধবার রাতে কুলাউড়ার এক কিশোরী চট্টগ্রাম থেকে আন্তঃনগর ট্রেনে শায়েস্তাগঞ্জ স্টেশনে আসে।

এ সময় তাকে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে স্টেশনে থাকা কতিপয় কিশোর ও যুবকরা ধর্ষণ করে।

পরে সে গত বৃহস্পতিবার বিকালের দিকে শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির পাশে অসুস্থ অবস্থায় কাঁদতে থাকলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারে পুলিশ।

গতকাল শুক্রবার এ নিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় ফলাও করে সংবাদ হলে জেলাজুড়ে তোলপাড় হয়। এদিকে ওই কিশোরীটি মানসিক ভারসাম্যহীন।

তাছাড়া সে এতিম। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে খবর নেন। পরে ভিকটিমকে শ্রীমঙ্গল নিয়ে যান এবং গ্রেফতার আসামি রায়হানকে আদালতে প্রেরণ করা হয়।

এ মামলায় আরও ৩ আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এলাকাবাসী জানান, স্টেশনে কতিপয় রেলকর্মচারীদের ছত্রছায়ায় প্রতিনিয়তই চুরি, ছিনতাইসহ ধর্ষণের ঘটনা ঘটছে। আর এদের সহযোগীতা করছে রেলওয়ের কর্মচারীরা।

বিনিময়ে নিচ্ছে কমিশন। অভিযোগ আছে, প্লার্টফমে বেষ্ট ফিডিংয়ের রোম দখল করে রাতের বেলা কতিপয় যুবক উৎপেতে থাকে।

যাত্রী আসার সাথে সাথেই অপরাধ করে। পাশাপাশি তাদের দখলে রোমটি থাকায় মায়েরা শিশুদের দুধ খাওয়াতে পারেন না। বিকালে সন্দেহজনক নিজগাঁও গ্রামের রায়হান মিয়াকে আটক করে। তবে এসআই সোহাগ বাদী হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছে।

এ মামলায় অন্য আসামিরা হল, মাসুম মিয়া, হৃদয় মিয়া। এ বিষয়ে পুলিশ জানিয়েছে অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং আটক রায়হানকে রিমান্ডে আনে আরও রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews