সৌদি আরবের আসির প্রদেশের আল-কাহমাহ উপকূলে নিয়ম বহির্ভূতভাবে মাছ ধরার অভিযোগে এক বাংলাদেশি বাসিন্দাকে গ্রেপ্তার করেছে দেশটির বর্ডার গার্ড উপকূলীয় টহল দল। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে অনুমতি ছাড়াই ধরা বেশ কিছু মাছ জব্দ করা হয়েছে। তিনি সৌদি আরবের সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড।
সৌদি বর্ডার গার্ড সকল নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহবান জানিয়েছে, যেন তারা সামুদ্রিক নিরাপত্তা আইন এবং রাজ্যের সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের নিয়মাবলি কঠোরভাবে মেনে চলেন।
সৌদি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, পরিবেশ বা বন্যপ্রাণী সংক্রান্ত কোনো ধরনের আইন লঙ্ঘনের তথ্য থাকলে তা দ্রুত জানাতে হবে জরুরি হেল্পলাইনে—মক্কা, মদিনা এবং পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে, আর অন্যান্য অঞ্চলে ৯৯৪, ৯৯৯ বা ৯৯৬ নম্বরে ফোন করে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে এবং তার কোনো দায়ভার থাকবে না বলেও আশ্বস্ত করা হয়েছে।