ভারতীয় সিনেমায় ‘মি. পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও সফল তিনি। ১৯৯৮ সালে তিনিই প্রথম খান, যিনি বিক্রম ভাটের ‘গুলাম’ ছবিতে ‘আতি কেয়া খান্ডালা’ গানটি গেয়েছিলেন। সেই সময়ে দারুণ জনপ্রিয়তাও পেয়েছিল গানটি।
দীর্ঘ ২৭ বছর পর আমির আবার পর্দায় গাইছেন আমির। তিনি বলেন, “যখন আমি ‘আতি কেয়া খান্ডালা’ গানটি গেয়েছিলাম, তখন অতটা প্রস্তুত ছিলাম না। তবে আমি ভাগ্যবান, শ্রোতারা গানটি পছন্দ করেছিলেন। এবার বেশ কয়েক বছর ধরে গায়ক হওয়ার জন্য সঠিকভাবে প্রশিক্ষণ নিচ্ছি।এবার গাইব একটি কমেডি ছবির জন্য। এটি বাসু চ্যাটার্জি বা হৃষিকেশ মুখার্জি ঘরানার ছবি, যা আমরা তৈরি করতে ভুলে গেছি।”
তাঁর গাওয়া গান নিয়ে আমির আরও বলেন, ‘আমি এই ছবিতে দুটো গান গাইছি আমার নিজের গলায়। আর আমার সঙ্গীতগুরু হচ্ছেন সুচেতা ভট্টাচার্য।
উনি আমাকে নিয়মিত গানের প্রশিক্ষণ দিচ্ছেন।’
ছবিটিতে আমির একটি ক্যামিও চরিত্রে অভিনয়ও করেছেন। আমির আরো জানান, তিনি লতা মঙ্গেশকরের বিরাট ভক্ত। দিন শুরু হয় লতার গান দিয়েই। তিনি লতাকে অনেক মিসও করেন।
লতার সঙ্গে একটা সময় নিয়মিত যোগাযোগ করতেন। উল্লেখ্য, আমিরের গানগুলোর সুর করেছেন রাম সম্পাথ। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে গানগুলো প্রকাশের পর শ্রোতাদের অনুভূতি জানার অপেক্ষায় থাকবেন আমির।