1. admin@sylhetbela24.com : admin :
July 14, 2025, 11:06 pm
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

জৈন্তাপুরে বিজিবির অভিযানে কোটি টাকার মহিষ জব্দ

  • প্রকাশিতঃ সোমবার, জুলাই ১৪, ২০২৫
  • 32 বার সংবাদটি পড়া হয়েছে

সিলেটে জৈন্তাপুর উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের ১৯ বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। রবি ও সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ১৯ বিজিবির জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০টি ভারতীয় মহিষ জব্দ করে।
এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

এর আগে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপি’র একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরো জোরদার করা হয়েছে। তিনি বলেন, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews