অনেক দিন ধরেই দর্শকরা মুখিয়ে রয়েছেন ‘কৃষ’ সিনেমার চতুর্থ কিস্তি নিয়ে। আগের সিনেমাগুলো রাকেশ রোশন পরিচালনা করলেও ‘কৃষ ৪’ সিনেমাটি পরিচালনা করবেন তার ছেলে হৃতিক রোশন।
জানা গেছে, এবারের গল্পে নায়ক থেকে খলনায়ক— দুটি চরিত্রেই নাকি দেখা যাবে হৃতিককে। শুধু তাই নয়, এ সিনেমায় তিনি নাকি ত্রয়ী ভূমিকায় অভিনয় করবেন বলে খবর।
এ সিনেমার হাত ধরে পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন হৃতিক। ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ পর্বে থাকবে বেশ কিছু চমক।
জানা গেছে, চতুর্থ কিস্তিতে অভিনয় করতে পারেন প্রীতি জিনতা, প্রিয়াংকা চোপড়া এবং রেখা। অর্থাৎ প্রথম থেকে যারা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন, তারাও আছেন চতুর্থ পর্বে।
থাকতে পারেন নোরা ফাতেহি এবং বিবেক ওবেরয়ও।