যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফল রিভার শহরের গ্যাব্রিয়েল হাউজ বৃদ্ধ নিবাসে আগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার পর।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টন শহরের কাছে এক বৃদ্ধ নিবাসে অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত ও আরও ৩০ জন আহত হয়েছেন, জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার রাতে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় বস্টন থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণে ফল রিভার শহরের গ্যাব্রিয়েল হাউজ বৃদ্ধ নিবাসে আগুন লাগে।
রাজ্যের অগ্নি নিরাপত্তা বিভাগের মুখপাত্র জেইক ওয়ার্ক সোমবার জানান, নিবাসটিতে প্রায় ৭০ জন বৃদ্ধ বসবাস করতেন। আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে প্রায় ৫০ জন দমকল কর্মী হাজির হন। তারা নিবাসটির বহু বাসিন্দাকে উদ্ধার করতে সক্ষম হন।
বৃদ্ধ নিবাসটির যে বাসিন্দারা আগুন থেকে রক্ষা পেয়েছেন শহর কর্তৃপক্ষ তাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।
ওয়ার্ক জানান, গ্যাব্রিয়েল হাউজ কর্মীদের সহায়তায় স্বাধীনভাবে বসবাসকারী বৃদ্ধদের উপযোগী করে তৈরি করা একটি স্থাপনা।
নিবাসটির বেশ কয়েকজন বাসিন্দাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত আরও অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।
ম্যাসাচুসেটসের গভর্নর মোরা হিলি এই অগ্নিকাণ্ডকে ‘শোচনীয় ঘটনা’ বলে উল্লেখ করে আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।
বস্টন গ্লোব সংবাদপত্র ফল রিভারের দমকল বাহিনীর প্রধান জেফরি বেকনের বরাত দিয়ে জানিয়েছে, দমকল কর্মীরা যখন ঘটনাস্থলে হাজির হন তখন কিছু লোক গ্যাব্রিয়েল হাউজের জানালা ধরে ঝুলছিল।
অঙ্গরাজ্যের তথ্য অনুযায়ী, গ্যাব্রিয়েল হাউজ ১৯৯৯ সালে উদ্বোধন করা হয়, তখন এখানে ১০০ জনের থাকার ব্যবস্থা ছিল।