1. admin@sylhetbela24.com : admin :
July 18, 2025, 12:02 am
বিজ্ঞপ্তিঃ
সিলেট বেলা ২৪ ডটকম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম! আপনার আশে পাশের ঘটে যাওয়া ঘটনাসমূহ আমাদেরকে জানাতে sylhetbela247@gmail.com এ পাঠিয়ে দিন। আমরা যাচাই বাছাই শেষে তা যথারীতি প্রকাশ করবো। আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

যুক্তরাষ্ট্রে চুরি করে আটক ভারতীয় নারী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
  • 25 বার সংবাদটি পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি স্টোর থেকে ১.১ লক্ষ টাকার জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে এক ভারতীয় নারীর বিরুদ্ধে। এই ঘটনার পরই ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি ভিসা সংক্রান্ত সতর্কতা জারি করেছে।

সেই সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ছিনতাই করলে ভিসা বাতিল হতে পারে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ইলিনয়ের একটি টার্গেট স্টোরে এক ভারতীয় নারী ১.১ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করার সময় ধরা পড়েছিল।
সম্প্রতি ওই অভিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই আবহে মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তা এলো।

রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে এক ভারতীয় নারী টার্গেট স্টোর থেকে জিনিসপত্র চুরি করতে গিয়ে ধরা পড়েন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে তদন্তের মুখোমুখি হতে হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে সাত ঘণ্টার বেশি সময় ঘোরাঘুরির পর ওই নারীর সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কর্মীরা পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে, ওই মহিলা প্রায় ১৩০০ ডলার মূল্যের জিনিসপত্র চুরি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এই নারী সাত ঘণ্টা ধরে দোকানে ঘুরছিলেন।
তিনি জিনিসপত্র তুলছিলেন, ফোনে দেখছিলেন, এক শেলফ থেকে আরেক শেলফে যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত কোনো পেমেন্ট না করেই দোকানের পশ্চিম দিকের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ওই নারী বিষয়টি মীমাংসা করতে চান এবং জিনিসগুলোর দাম মেটানোর প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি। আমি এই দেশের মানুষ নই, এখানে থাকব না।’

জবাবে এক নারী পুলিশ কর্মকর্তা বলেন, ‘ভারতে কি জিনিস চুরি করা বৈধ? আমার তো মনে হয় না।

এরপর বিল যাচাই করে কাগজপত্র প্রক্রিয়ার জন্য পুলিশ ওই ভারতীয় মহিলাকে হাতকড়া পরিয়ে স্টেশনে নিয়ে যায়। ভিডিওতে বলা হয়, ওই নারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হচ্ছে। যদিও তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনার ভিডিও ইউটিউবে শেয়ার করা হয়। এই ঘটনাটি গত ১ মে ঘটেছিল বলে জানা যায়।

এমন ঘটনায় নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাস লিখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা বা চুরির ঘটনায় কেবল আপনার আইনি সমস্যাই হবে না, এতে আপনার ভিসা বাতিল হতে পারে। এসব বিষয় ভবিষ্যতের মার্কিন ভিসার জন্য আপনাকে অযোগ্য করে তুলতে পারে।

বার্তায় আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলাকে মূল্য দেয় এবং বিদেশি দর্শনার্থীরা সমস্ত মার্কিন আইন মেনে চলবেন বলে আশা করে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2024 Sylhetbela24.com
Theme Customized By BreakingNews