‘সুইসাইড নোট’ শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী মাহতিম শাকিব। ‘কোনো এক অবসরে পড়ে নিও, আমার সুইসাইড নোট/জেনে নিও কেন দুঃখরা জমাট বাঁধে, কেন নীল হয়ে যায় ঠোঁট’—এমন হৃদয়ছোঁয়া কথায় গানটি লিখেছেন এন আই বুলবুল। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন রোহান রাজ।
গত বৃহস্পতিবার পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।
গানটি নিয়ে মাহতিম শাকিব বলেন, “‘সুইসাইড নোট’ শব্দটা অনেক ভাবনার জন্ম দেয়। কেউ কতটা ভেতর থেকে ভেঙে পড়লে এমন সিদ্ধান্ত নেয়—তা সবাই বুঝতে পারে না। এই গানে সেই না-বলা কষ্টের একটা গল্প আছে। আমার মনে হয়, কিছু গান হৃদয়ে গেঁথে থাকে—‘‘সুইসাইড নোট’’ তেমনই একটি, খুব কাছের।’
গীতিকার এন আই বুলবুল বলেন, ‘এই গানে একজন ব্যর্থ প্রেমিকের গল্প তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে এমন অনেক প্রেমিক আছে, যারা জীবন দিয়েও তার ভালোবাসার মানুষের মন পায়নি। আবার অনেকের ভালোবাসার মানুষ ভুল বুঝে ছেড়ে চলে গেছে। অনেক প্রেমিক আত্মহত্যার মধ্য দিয়ে নিজেকে একদিন শেষ করে দেয়। সে গল্প ভাবনা থেকেই এ গান লিখেছি।’
গানটির ভিডিও চিত্রে দেখা গেছে মাহতিম শাকিবকে। ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন মনিরুল ইসলাম।