মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় ফাহিমুল ইসলাম (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকালে নিজ বাড়ির পাশে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মনতৈল গ্রামের বাসিন্দা কাজল মিয়ার ছেলে ফাহিমুল ইসলামকে ওইদিন সকালে বসতঘরের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে জুড়ী থানাপুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ সময় মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত সিরিঞ্জও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহতের সৎ মা জানিয়েছেন, ফাহিমুল মাদকাসক্ত ছিলো। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।