প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে অর্থহীন। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে পারফর্ম করবে ব্যান্ডটি। নিউইয়র্ক, পেনসিলভানিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়ায় কনসার্টে অংশ নেবে তারা।
ক্যানসার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসায় মঞ্চে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন সুমন। তিনি। আরও কিছু শারীরিক সমস্যায় গত কয়েক বছরে তাঁকে বেশ কয়েকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। এসব কারণে কনসার্টে অনিয়মিত হয়ে পড়ে অর্থহীন।
অর্থহীন ব্যান্ডের ব্যবস্থাপক এহসানুল হক রোববার দুপুরে প্রথম আলোকে জানান, এই কনসার্টের মাধ্যমে আবারও মঞ্চে নিয়মিত হচ্ছে অর্থহীন। তিনি বলেন, ‘সুমন ভাইয়ের অসুস্থতার কারণে গত কয়েক বছর দেশের বাইরে আমরা যেতে পারিনি। দেশেও যে খুব বেশি আয়োজনে অংশ নিয়েছি, তা–ও না। এই সফরটা নিয়ে কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। সবশেষে ভাই সম্মতি দিয়েছেন।’
তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত ১২টি শহরে অর্থহীনের কনসার্ট করার সম্ভাবনা রয়েছে। খুব শিগগির ব্যান্ডটির ফেসবুক পেজ ও অন্যান্য প্ল্যাটফর্মে চূড়ান্ত ভেন্যু ও তারিখ জানিয়ে দেওয়া হবে।
ভক্তদের আরেকটা সুখবর দিয়েছে অর্থহীন। এহসানুল হক জানিয়েছেন, চলতি বছর ব্যান্ডের পরবর্তী অ্যালবাম ফিনিক্সের ডায়েরি ২ আসতে যাচ্ছে।
কাজ অনেকটা গুছিয়ে এনেছে ব্যান্ডটি। এর আগে প্রকাশ পায় ফিনিক্সের ডায়েরি ১।
অর্থহীন ব্যান্ডের লাইনআপ: সুমন (গায়ক, বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)।